মেখলিগঞ্জ উত্তপ্ত তৃণমূল শিবিরে সভাপতি পদের নাম ঘোষনার অপেক্ষা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৩রা জানুয়ারি ২০১৮: গোটা রাজ্যের বিতর্কিত ব্লক মেখলিগঞ্জ৷ রাজনীতির উত্তপ্ত তীর্থস্থান, যেখানে ব্লক সভাপতির পদ নিয়ে লাগাতার সংঘর্ষ হচ্ছে৷ দীর্ঘ টালবাহানার অবসান কবে হবে সেটাই এখন দেখার৷ সামনে পঞ্চায়েত ভোট, বিরোধী শিবিরের কাছে ফাঁকা মাঠ, এই অবস্থায় ঠিক কি সিদ্ধান্ত নবান্ন নিচ্ছে তা নিয়ে জল্পনা বাড়ছে৷ কাকে মনোনীত করা হবে ব্লক সভাপতির আসনে তা নিয়ে চলছে ঠান্ডা লড়াই৷ জানা যায় সভাপতি পদ ছাড়াও ব্লক-কমিটি গঠন ও ঘোষণা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই, পথে ঘাটে, পান দোকানে ও চায়ের দোকানে চলছে তৃনমুল কংগ্রেস দলের মধ্যে গুঞ্জন। ফিরে দেখা মেখলিগঞ্জ তৃণমূল শিবিরে ২০১৬ সালে বিধান সভায় বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধানের হয়ে কঠিন পরিশ্রম করেছিলেন শ্রী উদয় রায় এবং তিনি সেই সময়ে ইলেকশন এজেন্ট ও ছিলেন।
পরবর্তীতে তিনি দলীয় সংঘাতে খুনের মামলায় জড়িয়ে যান। সেই সময় বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধান নাকি তার প্রতি বিমাতৃসুলভ আচরন করেছিলেন বলে অভিযোগ করে থেকে তৃনমূলের অনেক উদয় রায় পন্থিরা। মেখলিগঞ্জ তৃণমূল শিবিরের সভাপতি পদে গোটা ব্লক জুড়ে শ্রী উদয় রায়ের নাম বারবার উঠে আসছে৷ সাধারণ কর্মীদের মধ্যে একাংশর দাবী কি করে একজন বহিস্কৃত নেতা দলের দায়িত্ব পায়। এ বিষয় নিয়ে দলের নিচুতলার কর্মীরা প্রাক্তন ব্লক সভাপতি শ্রী লক্ষিকান্ত সরকারের বাড়িতে জমায়েত করে। এ বিষয়ে বা ব্লক কমিটি নিয়ে শ্রী লক্ষিকান্ত সরকার মুখ খুলতে চাননি৷ তবে তিনি ছোট্ট করে জানান এই ব্যাপারে দলের সিদ্ধান্তই চুরান্ত এবং সেটাই তিনি মেনে নেবেন। এদিকে শ্রী উদয় রায়, দলের রাজ্যে নেতাদের কাছ থেকে দলের গুরুত্বপূর্ন দায়িত্বশীল পদ পাওয়ার সবুজ সংকেত পেয়েছেন বলে অনুমান করছেন তৃণমূলের অনেক স্থানীয় নেতারা। শ্রী উদয় রায় ইতিমধ্যে বেশ কিছু দলীয় কর্মসুচির কাজ করে চলছেন৷ অন্যদিকে, দলীয় সূত্র থেকে জানা যায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই হয়তো নিজেই ঘোষনা করবেন মেখলিগঞ্জের মনোনীত ব্লক সভাপতির নাম সহ বাকি কমিটি৷ তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা সামনে পঞ্চায়েত ভোট, ভোটের মুখে ফাঁকা রাখবেন না সভাপতির পদ৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)