ঢাক ঢোল বাজিয়ে, মন্দিরে পুজা দিয়ে শুরু বিজেপির নির্বাচনী প্রার্থীর প্রচার শিলিগুড়িতে
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই মার্চ, ২০২১: গতকাল ঘোষণা হয়ে গিয়েছিল প্রার্থী ঘোষণা। তবে রাজ্যের অন্য জায়গার মত ভিন্নদল থেকে আগত ডঃ শঙ্কর ঘোষ কে নিয়ে তেমন কোন অসন্তোষ প্রকাশ্যে আসেনি। বরঞ্চ উল্টো ছবিই দেখা গেছে। প্রার্থী ডঃ শঙ্কর ঘোষ যেমন বলছে “আমাকে দল যে ভাবে গ্রহণ করে নিয়েছে তাতে আমি অভিভূত। প্রার্থী ঘোষণার আজ পরের দিন। সকাল থেকে বিজেপির কার্জকর্তারা প্রার্থী কে নিয়ে বিধান সভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করেন। সকালে ভোট প্রচার শুরু হয় ডঃ শঙ্কর ঘোষের উত্তর ভারতনগরের রীঁ করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে। এরপর ঢাক ঢোল নিয়ে বেড়িয়ে পরে বিজেপির প্রার্থী এবং বাকি কর্মীরা। সাড়াও মেলে ভালই। তবে এ যেন অন্য ছবি। ডঃ শঙ্কর ঘোষ এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। সুতরাং আগে যে চিত্র মানুষের মনে বাধা ছিল সে হল তার রাজনৈতিক গুরু প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সাথে থেকে তার নির্বাচনের প্রচারে থাকতো ডঃ শঙ্কর ঘোষ। এবার যে সেই রকম মিছিলে নিজেই নেতৃত্ব দিচ্ছে।
ছবি: সংবাদচিত্র