গুরুতর অসুস্থ চায়ের দোকানির জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির ‘সমব্যাথী’

বাংলাডেস্ক, টি.এন.আই,  শিলিগুড়ি, ১৮ই মার্চ, ২০২১:  আমাসু রায় (৪১) শিলিগুড়ির রবীন্দ্রনগরে ভাড়া বাড়িতে দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে থাকেন। তিনি একটি চায়ের দোকান চালাতেন। গত ১লা মার্চ ২০২১ টিনের চাল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে শিলিগুড়ির বেসরকারী নার্সিং হোমে তার মাথার অপারেশন হয়েছে এবং আঘাত গুরুতর হওয়ার জন্য বর্তমানে রোগী কোমায় আছেন। এই চিকিৎসা করাতে তারা প্রায় সর্বস্ব খরচ করেছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এখনও ৫/৬ লক্ষ টাকার প্রয়োজন। তার স্ত্রী হীরন রায় স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য ৫,০০০/- টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ শুভ রঞ্জন সাহা, অভিরূপ পোদ্দার, তীর্থ চক্রবর্তী ও সংস্থার সভাপতি শ্রী সঞ্জয় সাহা।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!