রামকৃষ্ণপুরে গান্ধী ভাবনায় গ্রাম স্বরাজ এর উপর দুদিনের আলোচনা চক্র

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই রামকৃষ্ণপুর ৭ই জানুয়ারি ২০১৮:  মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং বনবাসী সেবা আশ্রম গোবিন্দপুরের পরিচালনায় গান্ধীজির প্রদর্শিত পথে যুব সমাজকে উদ্বুদ্ধকরণ করবার জন্য শনি ও রবিবার  শিবিরে উপস্থিত সকলে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। সাম্প্রদায়িক সম্প্রতি গড়ে তুলতে গান্ধী ভাবনার সঙ্গে পরিচয় করান উপস্থিত সকল যুব সম্প্রদায়ের সঙ্গে। গান্ধীজী কিভাবে “মোহন থেকে মহাত্মা ” হলেন এ বিষয়ে আলোকপাত করেন  পশ্চিমবঙ্গ গান্ধী পিস ফাউন্ডেশন এর সম্পাদক চন্দন পাল। ইয়াকা নারায়ণ, যিনি সুদূর উত্তর প্রদেশ “বনবাসী সেবা আশ্রম” থেকে এসেছেন, তিনি  শোনালেন তাঁর জীবনের নানান অভিজ্ঞতা। গান্ধী ভাবনায় যাপিত এই মানুষটির ভাবনা আমাদের উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে আজ। স্বপ্নের আদর্শ গ্রাম কেমন হবে, মহিলা ও শিশু পাচার রোধ, নেশামুক্তি সমাজ, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবার ও গ্রামের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রভৃতি সুস্থিতভাবে গড়ে তুলে গান্ধী আদর্শ প্রতিষ্টা করে। দুদিনের এই আলেচনা চক্রে উপস্থিত ছিলেন – মাননীয় দেবাশিস বেরা স্টেট রিসোর্স সোশাল অডিট, শিতাংশু শেখর মানিক, সম্পদক – “সমাজ” পূর্ব মেদিনীপুর, দক্ষিন দিনাজপুর জেলা আদালত এর সরকারি আইনজীবী সুভাষ চাকী, সমাজকর্মী সুরজ দাস, মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান সহ আরো অনেকে। মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির এবং বনবাসী সেবা আশ্রম গোবিন্দপুর, শোনেভদ্রা উত্তর প্রদেশ এর সহযোগিতায় কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত সাহাপুকুর এলাকায় আয়োজিত এদিনের এই আলোচনা চক্রের প্রথম অর্ধে চল্লিশ বছরের নিচের যুবক যুবতী গণ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অর্ধে উপস্থিত ছিলেন এলকার স্বনির্ভর দলের মহিলারা। রবিবার অবধি চলবে এই আলোচনা চক্র।

ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!