ইসলামপুরে নির্দল প্রার্থীর ছেলে অপহরণে চাঞ্চল্য
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৭ই এপ্রিল, ২০১৮: ইসলামপুর ব্লকের মাটিকুন্ডআ ১ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর ছেলে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দল প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন বিদায়ী জেলা পরিষদ পূর্ত্য কর্মাধ্যক্ষ মহম্মদ হাফিজুদ্দিন। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মাতিকুন্দা ১ ব্লকের চাপাসার সংসদ থেকে নির্দল প্রার্থী হয়েছেন ফাগুনী পাল। তাঁর ছেলে রিপন পাল (২৫) গত শনিবার দুপুরে ব্যাক্তিগত কাজে মোটর বাইকে চেপে ইসলামপুর আসে। রাত গড়িয়ে গেলেও ছেলের কোনও হদিশ না পেয়ে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুজি করেন রিপনের পরিবার। কিন্তু না পেয়ে রিপনের বাবা আসারু পাল ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের মতে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কারনে সম্ভবত কেউ রিপনকে অপহরণ করেছে। পাল পরিবারের এই বিপদের দিনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দা তথা বিদায়ী জেলা পরিষদ পূর্ত্য করমাধ্যক্ষ তৃণমূলের মহম্মদ হাফিজুদ্দিন। আসারু পাল বলেন, আমার ছেলেকে গত শনিবার থেকে পাওয়া যাচ্ছে না। আমার স্ত্রী এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছে সম্ভবত কেউ আমার ছেলেকে অপহরণ করেছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী পূর্ত্য করমাধ্যক্ষ তথা তৃণমূল নেতা মহম্মদ হাফিজুদ্দিন বলেন, আসারু পাল আমার পরিচিত, ঘটনার খবর পেয়ে আমি পুলিশ কে বিষয়টি দেখতে বলেছি। ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী বলেন, অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছি।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)