মহালয়ায় শিলিগুড়ির সেচ্ছাসেবী সংস্থা ‘একটি প্রয়াস’ -এর বৃহৎ পদক্ষেপ

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই অক্টোবর, ২০১৮: মহালয়ার পুণ্য প্রাতে এবং দেবীপক্ষের সূচনায় সবার মুখে সমান হাসি ফোটানোর বীড়া তুলে নিয়েছিল ‘একটি প্রয়াস’। জীবন নিজেকেই বয়ে নিয়ে যেতে হয়। যাঁর অন্যকেও গায়ে গতরে বহন করতে হয় তাঁর নাম রিক্সাচালক (চলিত ভাষায়: রিক্সাওয়ালা)। সারাদিন খেটেও মৌলিক চাহিদা মেটাতে পারে না। জোটে না পর্যাপ্ত খাবার ফলে অপুষ্ঠিতে ভোগে। ফলস্বরূপ খুব অল্প সময় পর অসুস্থ হয়ে পরে। চালাতে পারে না রিক্সা হয়ে পরে কর্মহীন। এক কথায় সারা জীবন অভাবের বেড়াজালে বন্দী থাকতে হয় রিক্সা চালকদের। মানুষ টেনে এক অমানবিক জীবন বয়ে চলে তাঁরা। গতকাল ঠিক এই কথাগুলিকে মাথায় রেখে, শিলিগুড়ি কোর্ট মোড়ের নিকটে ১০০জন রিক্সাচালক ভাইদের শারদীয়ার উপহার হিসেবে নতুন বস্ত্র ও তাদের মধ্যে খাদ্য (পুরি, সব্জি ও মিষ্টি) বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। এছাড়া ‘একটি প্রয়াসের’ প্রত্যেক সদস্যবৃন্দ।

ছবি ও ভিডিও: ‘একটি প্রয়াস’, শিলিগুড়ি

 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!