কুচবিহারে রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল পুরুলিয়া ও জলপাইগুড়ি
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৯ই অক্টোবর, ২০১৮: গত তিন দিন আগে কুচবিহার জেলা ক্রীড়া সংসদের ব্যবস্থাপনায় ৬৪ তম রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা – ২০১৮ আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়েছিল কুচবিহার জেলার বাণেশ্বর খাবসা উচ্চ বিদ্যালয় ময়দানে। রাজ্য হ্যান্ডবল টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের প্রায় সকল জেলা থেকে অনুর্ধ ১৭ বছর বয়সী খেলোয়াড়রা এতে অংশ নেয়। গতকাল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন কুচবিহার জেলা ক্রীড়া সংসদের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মাননীয় শ্রী পঙ্কজ ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কুচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী গোপাল সরকার, জেলা পরিষদ সদস্য মাননীয় শ্রী পরিমল বর্মণ সহ অন্যান্য অতিথিবর্গ। প্রতিযোগিতার ফাইনালের পুরুষদের বিভাগে মুখোমুখি হয় কুচবিহার ও পুরুলিয়া। এই বিভাগে কুচবিহারকে পরাজিত করে পুরুলিয়া জেলা রাজ্য সেরা হয়। অন্যদিকে, মহিলা বিভাগে ফাইনালে জলপাইগুড়ি কুচবিহারকে পরাজিত করে রাজ্য সেরা হয়। প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন শ্রী পঙ্কজ ঘোষ, শ্রী পরিমল বর্মণ ও শ্রী গোপাল সরকার মহাশয়। প্রতিযোগিতার আয়োজকের তরফে শ্রী পরিমল বর্মণ জানান “তিনদিন ব্যাপী যে ৬৪ তম রাজ্য বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তা সফলতার সঙ্গে সমাপ্তি হল। এই জন্যে সকল ক্রীড়াপ্রেমী মানুষদের ধন্যবাদজ্ঞাপন করছি”।
তথ্য, ছবি ও ভিডিও সৌজন্যে: রানা দে (কুচবিহার)