করোনার মধ্যেও ঈদ উদযাপনের ব্যাপারে মিটিং ডাকল বানারহাট প্রশাসন

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১১ই মে, ২০২১: ঈদ এর প্রস্তুতি উপলক্ষে মঙ্গলবার বানারহাট থানায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে বানারহাট থানা এলাকার বিভিন্ন মসজিদে ইমাম, মৌলানা এবং মসজিদ কমিটির সদস্যরা অংশ নেন। করোনা পরিস্থিতি জেরে সরকারি গাইডলাইন মেনে সুষ্ঠু ভাবে ঈদ উদযাপনের বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। বানারহাট থানার আই.সি সমীর দেওসা মিটিংয়ে উপস্থিত ব্যক্তিদের জানান – করোনার জেরে এখন কোনও জমায়েত বা অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন যোগ দেওয়ার কথা বলা রয়েছে। তাই এই নির্দেশিকা মেনে ঈদের নামাজ এর ব্যবস্থা করার কথা তিনি জানান। সম্ভব হলে বাড়িতে থেকেই নামাজ আদায় করা বা  সকলে একসাথে মসজিদে না আসা, মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজের আয়োজনের প্রস্তাব তিনি জানান।

বৈঠকে উপস্থিত আব্দুল হামিদ, হাফিজ আইনুল আনসারি, ইমাম সফিক মিয়া, নুর মহম্মদ, আর্জু মল্লিক, ইমাম যাবেদ আখতার, শিক্ষক মহঃ সাবিদ আলি প্রমুখ পুলিশ প্রসানের প্রস্তাব মেনে নেন। তারা বলেন সরকারি নির্দেশিকা মেনে সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের আয়োজন করতে তারা বদ্ধপরিকর। তারা স্বাস্থ্যবিধি ও প্রশাসনের গাইডলাইন মেনেই সমস্ত আয়োজন করবেন।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!