তুফানগঞ্জে বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, তুফানগঞ্জ, ৩রা মে, ২০১৮: আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সর্বদলীয বৈঠক অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করনে ।এই বৈঠকে মূলত তৃনমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং নির্দল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তুফানগঞ্জ ১ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির রিটার্নিং অফিসার শ্রী সুভজিৎ দাশগুপ্ত জানান “বৈঠকে মূলত নির্বাচনের কোড অফ কনডাক নিয়ে আলোচনা হয়েছে এবং গত ৩১ মার্চ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব সমস্ত রাজনৈতিক দল নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করছে সেই গুলো সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি কে অবগত করা হয়েছে”।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments