মেখলীগঞ্জে বি.এস.এফ সীমান্ত বন্ধ করায় এপারের কৃষকদের ওপারের জমির ফসল নষ্ট
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ২রা মে, ২০১৮: কুচবিহার জেলার মেখলীগঞ্জের চৌরঙ্গীর প্রধানটারির ঘটনা। অভিযোগ, প্রত্যান্ত এই গ্রামের প্রায় দুই হাজার একর জমি সীমান্তের ওপারে আছে। হঠাৎ করে ১৪০ নং বি.এস.এফের ব্যাটেলিয়ন ৩ নাম্বার গেট বন্ধ করে দেয় বিনা নোটিশে। এরপরে গ্রামবাসীদের সীমান্ত ওপারে থাকা ফসল অধিকাংশই নষ্ট হয়ে যায়। মেখলীগঞ্জ সমষ্ঠি উন্নয়ন আধিকারিক শ্রী বিরুপাক্ষ মিত্রের কাছে অভিযোগ জানানো হয়। জানানো হয় এখানকার বি.এস.এফ ক্যাম্প ডোরাডাবরিতেও। এবং বি.এস.এফ এর হেডকোয়াটারে স্থানীয় বিডিও গ্রামবাসীদের এই সমস্যার কথা লিখিত ভাবে জানালেও কোন পদক্ষেপ নেননি বি.এস.এফের আধিকারিকরা। যার ফলে তার বেড়ার ওপারে থাকা ভারতীয় ভুখন্ডের ফসল নষ্ট হচ্ছে বলে খবর। ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসীদের সাথে বি.এস.এফে বচসা বাধে। গ্রামের সব মহিলা এবং পুরুস সীমান্তের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বি.এস.এফের পক্ষ থেকে জানান যে অবিলম্বে গেট খোলা হবে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে মেখলীগঞ্জ থানার পুলিশ বাহিনী
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)