ইসলামপুরে শ্রমিক মেলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে সংস্কৃতিক অনুষ্ঠান
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১১ই জানুয়ারি ২০১৮: ইসলামপুর শ্রম দপ্তর পরিচালিত দুইদিন ব্যাপি শ্রমিক মেলায় সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার চলছে। সংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে ব্যাপক সাড়া মিলেছে এবং শ্রমিক মেলা হয়েছে জমজমাট। গতকাল মেলা উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী। এছারাও ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক শ্রীমতী শেরিং ইয়াংডেন ভুটিয়া, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নৌসাদ আলি প্রমুখ। প্রথম দিন ৯০৬ জন উপভোক্তাকে ৯,৩৫,৮২৫০ টাকার চেক বিলি করা হয়। পরে মঞ্চে বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সঙ্গীত, নৃত্য, নাটক, মালদার গম্ভীরা। সাথে সাথে চলে কন্যাশ্রী প্রকল্পের প্রচার, শ্রমিকদের মধ্যে সুযোগ সুবিধার প্রচার। ইত্যাদি।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)