ফালাকাটার রাস্তায় টোটোর অসাবধানতা সত্ত্বেও দুর্ঘটনা থেকে রক্ষা পেল মা ও শিশু

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই ফেব্রুয়ারি, ২০১৯: আজ ফালাকাটায় পথ দুর্ঘটনায় আহত হল দুই জন। আহতদের চিকিৎসার জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে ফালাকাটার নেইনি রোডের ওপর ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলের গেটের সামনে। একটি টোটো মহিলা ও এক শিশুকে নিয়ে রাস্তা ক্রস করছিল। সেই সময় একটি ট্রাকের সাথে টোটোর ধাক্কা লাগলে টোটোর যাত্রী মহিলা ও শিশু দুজনেই রাস্তার উপর পরে যায়। ট্রাকের ড্রাইভারের সতর্কতায় ট্রাকটি থামিয়ে দিলে প্রাণী বেঁচে যায় দুজনই। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় টোটো চালক। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাক ড্রাইভারের জন্যই প্রাণী বেঁচে যায় দুজন। টোটো চালক অসতর্ক ভাবে যাত্রী নিয়ে রাস্তা পার করার জন্যই এই দুর্ঘটনা বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার জেরে মেইন রোড জাম হয়ে পড়লে ফালাকাটা থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায়। উত্তেজিত জনতা পুলিশকে বলে টোটো নিয়ম মানে না, তারা সার্ভিস রোড দিয়ে না চালিয়ে প্রধান রোড ব্যবহার করে এর ফলেই হয় বিপত্তি বাড়ছে দুর্ঘটনা। টোটো চালকরা বলেন সার্ভিস রোড ছোট যাত্রীবাহী গাড়ি দিয়ে আটকা থাকে। এর জন্যই আমাদের এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!