রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে ফালাকাটায় হল মিশ্র মাছ চাষের পনা বিতরণ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ২৮শে ডিসেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সহায়তায় ও ফালাকাটা ব্লক মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ফালাকাটা ব্লকের মৎস্যজিবি ও মৎস্য চাষীদের মাছের চারা পোনা, চুন, এসএসপি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, দাড়িপাল্লা, মাছ ধরার জাল, বালতি ও মগ প্রদান করা হয় ফালাকাটা ব্লক মৎস্য দপ্তর প্রাঙ্গণে। এই বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতিক মজুমদার, ফালাকাটা ব্লক মৎস্য আধিকারিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য্য, ডিএফও শ্রী সুনীল বর্মণ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ শ্রী রামসিং কার্জি প্রমুখ। এই দিনের অনুষ্ঠানে চারটি প্রকল্পের উপভোগক্তlরা এই সুবিধা পেলেন। এই চারটি প্রকল্প হলো, সনোসেক্স তেলাপিয়া মাছ চাষ, মাগুর ও সিং মাছের চাষ (আদিবাসীদের জন্য), জল ধরো – জল ভরো প্রকল্প, মিশ্র মাছ চাষ (আদিবাসীদের জন্য)। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ, প্রকল্পের আওতায় ব্লকের গোয়াবনগর গ্রাম পঞ্চায়েতের একজন উপভোগক্তlকে পরীক্ষামূলক ভাবে ৬০ হাজার পিস সনোসেক্স তেলাপিয়া মাছ. ১০০ কেজি চুন, অ্যালুমিনিয়ামের হাঁড়ি ১ টি, মাছ ধরার জাল ১টি। মাগুর ও সিং মাছের চাষ (আদিবাসীদের জন্য) প্রকল্পের আওতায় ব্লকের গোয়াবনগর গ্রাম পঞ্চায়েতের ১০ জন উপভোক্তlর প্রত্যেকে ১২০০ পিস মাছের পোনা, ২৫ কেজি চুন, অ্যালুমিনিয়ামের ২টি হাঁড়ি। জল ধরো – জল ভরো প্রকল্পে মিশ্র মাছ চাষ (আদিবাসীদের জন্য) প্রকল্পের আওতায় ব্লকের গোয়াবনগর গ্রাম পঞ্চায়েত, ধোনিরামপুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, ছোট সালকুমার গ্রাম পঞ্চায়েত, ময়রাদাঙ্গা গ্রাম পঞ্চায়েত, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, জটেশ্বর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৭৩ জন উপভোগক্তlর প্রত্যেকে রুই, কাটল, মৃগেল (আইএমসি) দেওয়া হয়। জল ধরো – জল ভরো প্রকল্পে এদের প্রত্যেকের পুকুর খোঁড়া হয়েছে এম.জি.এন.আর.ই.জি.এস এর আওতায়। মিশ্র মাছ চাষ প্রকল্পের আওতায় দলগাঁও গ্রাম পঞ্চায়েতের ১০ জন উপভোগক্তl কে প্রত্যেকে রুই, কাটল, মৃগেল (আইএমসি), চুন, এসএসপি, মাছ ধরার জাল, পিবিসি কেরেট ২টি, হাঁপা ২টি, দাড়ি পাল্লা ১টি, বাকেট ১টি, মগ ১টি, ও অ্যালুমিনিয়ামের হাঁড়ি ২টি প্রদান করা হয়। ফালাকাটা ব্লক মৎস্য আধিকারিক দেবজোতি ভট্টাচার্য্য বলেন, ব্লকের মৎস্যজিবি ও মৎস্য চাষীদের পারিবারিক আয় বাড়াতে ও স্বরোজগার করবার লক্ষে রাজ্য সরকারের মৎস্য দপ্তর এই উদ্যোগ গ্রহন করেছে। জল ধরো – জল ভরো প্রকল্পের আওতায় সকল উপভোক্তl কে এম.জি.এন.আর.ই.জি.এস এর আওতায় পুকুর খনন করে দিয়েছে। এর ফলে সকল উপভোগক্তl উপকৃত হবে। ব্লকের মৎস্যজিবি ও মৎস্য চাষীরা এই সকল জিনিস পেয়ে খুব খুশি হয়েছে। এনারা বলেন, আমরা এখান থেকে মাছ পেলাম ও চাষ করার জন্য আনুষঙ্গিক সামগ্রী পেয়ে আমাদের সুবিধে হলো। আমরা চাষ করে আমাদের রোজগার বাড়াতে পারব। এরজন্য আমাদের মুখ্যমন্ত্রী কে আনের ধন্যবাদ। ওনার প্রচেষ্টায় আমরা সরোজগার হতে পারলাম।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!