ইসলামপুরে বোনের সম্মান বাঁচাতে প্রতিবাদী ভাই জখম

দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ইসলামপুর, ১৭ই সেপ্টেম্বর ২০১৮: ইসলামপুর থানার লারুখোয়া এলাকায় বোনের সম্মান বাঁচাতে প্রতিবাদী ভাইয়ের জখমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পাঁজিপাড়া এলাহিবক্স হাই স্কুলের তিন ছাত্রী সোমবার পাঁজিপাড়া থেকে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তারা ইসলামপুর থানার তালবস্তি গাইসাল এলাকার বাড়িতে ফেরার পথে লারুখোয়া বাসস্ট্যান্ডে বাস থেকে নামলে এক দুষ্কৃতী তাদের পিছু নেয়। ওই দুষ্কৃতী তিন ছাত্রীকে জনহীন রাস্তায় একা পেয়ে অসভ্য আচরণ করতে থাকে। সেসময় ওই ছাত্রীদের ভাই ইশতিয়াক আলম তাঁর সাইকেল পাংচার সারাতে লারুখোয়া যাবার পথে ঘটনা দেখতে পায়। নিজের বোনের সাথে অসভ্য আচরণ দেখে প্রতিবাদ করাতে ওই দুষ্কৃতী কাঠের বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে ইশতিয়াকের উপর হামলা করে বলে অভিযোগ। ভাইকে বাঁচাতে বোনেরা এগিয়ে গেলে দুষ্কৃতী ওই ছাত্রীদেরও মারধর করে বলে অভিযোগ। ওই হামলায় জখম হয় ইশতিয়াক। খবর পেয়ে গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছতেই ওই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  পঞ্চায়েতের বিদায়ী প্রধান সাব্বির আহমেদ বলেন, কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে আসা দুষ্কৃতী এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে। তিনি বলেন বিষয়টি পুলিশের নজরে এনেছেন। ইসলামপুর থানার আই.সি রাজেন ছেত্রী বলেন, ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!