ইসলামপুরে পিঠের চামড়া গুটিয়ে নূন মাখানোর হুমকি দিলিপ ঘোষের

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৭ই অক্টোবর, ২০১৮: “নিরস্ত্র ছাত্রদের উপর মমতা সরকার আনপ্রোভোকেটিভ ফাইরিং করেছে, পুলিশ প্রশাসনের মদতে মমতা সরকার আইন কানুনকে লাটে তুলে পশ্চিমবাংলায় জঙ্গলরাজ কায়েম করেছে তাই রাজ্যে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে মমতা সরকার “শনিবার ইসলামপুরের কোর্ট ময়দানে দারিভিটকাণ্ডে বিজেপির প্রতিবাদ সভায় হাজির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবেই আক্রমন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডা। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই দিনের অল্প সময়ের নোটিশে এতো মানুষের স্বেচ্ছা উপস্থিতিই প্রমান করে যে পশ্চিমবাংলার মানুষ মমতা সরকারকে উৎখাত করে ফেলার সিদ্ধান্ত করে নিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্যে সুশাসনের সরকার গড়ার সংকল্প করে নিয়েছে বাংলার মানুষ। আইন কাউকেই সূর্যাস্ত হবার পর পোস্ট মর্টেমের অনুমতি দেয় না সে যত বড়ই ব্যাক্তি হোন না কেন আর পোস্ট মর্টেমের আগে পুলিশের সামনে পরিবারের লোকেদের দেহ সনাক্ত করতে হয়। কিন্তু পুলিশ সকালে পোস্ট মর্টেম হবে বলে পরিবারের লোকেদের বাড়ি পাঠিয়ে দেয় আর রাতের অন্ধকারে চুপি চুপি পোস্ট মর্টেম সেরে ফেলে। আশ্চর্যজনকভাবে দুটি মৃতদেহ থেকেই গুলি পাওয়া যায়নি। এথেকেই প্রমাণিত মমতার পুলিশ মামলার তথ্য গোপন করার অপরাধ করেছে সেকারনেই আমরা সিবিআই তদন্তের দাবী করেছি। আর এই অপরাধের জন্য পুলিশকেও ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে এদিনের প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে রীতিমতো বদলার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর জন্য সরকারী সার্কিট হাউজ বুকিং করেও না পেয়ে ক্ষুব্ধ রাজ্য সভাপতি বলেন, এটা কি তৃণমূলের বাপের সম্মতি, জমিদারী পেয়েছে, এটা কি বাংলার কালচার, একজন কেন্দ্রীয় মন্ত্রীর জন্য থাকার জায়গা নেই, খাওয়ার নেই, ভুলে যাব না আমরা বদলা নেবই, দিন বদলে যাবে সেদিন সার্কিট হাউজ আর গেস্ট হাউজ ছেড়ে দিন রাস্তায় বসতে দেব না, জল না খাইয়ে রৌদ্রে দাঁড় করিয়ে রাখব মনে পড়বে সেদিন কি করেছিলেন, আমার উপর সাত বার আক্রমন হয়েছে, সেদিন কাঁথিতে আমার উপর আক্রমণ হলো শুভেন্দুর ভাই দিব্যেন্দু দাঁড়িয়ে দেখেছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে, যেদিন পেছন থেকে পুলিশ সরে যাবে পিঠের চামড়া গুটিয়ে দেব নূন মাখিয়ে দেব, ওষুধ লাগাতে দেব না, মারব কম দৌড় করাবো বেশি হাঁপিয়ে যাবেন জল চাইবে জল দেব না, দিলীপ ঘোষ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এমন কথা বলতে পারে কারন আমি কারো ক্ষতি করি না করার কথা ভাবিও না। কিন্তু তোমরা যা করছো কোনও মানুষের মনুষ্যত্ব থাকলে তা করে না। এদিনের বিজেপির প্রতিবাদ সভায় কোর্ট ময়দানে প্রায় ১৫ হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সভাপতি ছাড়া বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ সেন সহ সমস্ত বিজেপি নেতৃত্ত নিহতদের পরিবারের পাশে থেকে আগামীদিনে ন্যায় বিচারের ক্ষেত্রে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এদিনের প্রতিবাদ সভায় নিহত দুই ছাত্র রাজেশ ও তাপসের পরিবার সহ ঘটনায় জখমদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!