রাতের অন্ধকারে ইসলামপুরের ক্রিকেট মাঠ নষ্ট করল দুষ্কৃতিরা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই ফেব্রুয়ারি ২০১৮: এলাকায় ক্রীড়ার উন্নয়নকে স্তব্ধ করতে নজিরবিহীন ভাবে খেলার মাঠকে কৃষিজমির মতো কুপিয়ে দিলো কিছু মানুষ। উদ্বোধনী ম্যাচের রেশ না কাটতেই রবিবার রাতের অন্ধকারে ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টারের পরিচালিত আদিবাসী মাঠে ক্রিকেট টুর্নামেন্টের পিচ নষ্ট করতে কোদাল দিয়ে কুপিয়ে দিল কিছু অমানবিক মানুষ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর ক্রীড়া মহলে। বিভিন্ন ক্রীড়া সংস্থার সদস্যরাও সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। উল্লেখ, রবিবার ইসলামপুর আদিবাসী ফুটবল ময়দানে শুরু হয় মিলনপল্লী ইলেভেন স্টার আয়োজিত কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দ্বিতীয় দিনের খেলার প্রস্তুতি নিতে আয়োজক সংস্থার সদস্যরা মাঠে যেতেই তাদের মাথায় হাত। দেখতে পান খেলার পিচ সম্পূর্ণ ভাবে কুপিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রতুল চন্দ্র সরকার বলেন, সকালে মাঠ প্রস্তুত করতে এসে দেখেন কেউ খেলার পিচ কোদাল দিয়ে কুপিয়ে নষ্ট করে দিয়েছে। খেলা যাতে কোনো ভাবে বন্ধ না হয় তাই চটজলদি পৌরসভার সহযোগিতায় গোটা পিচ তৈরি করতে মাঠে নামে সংস্থার সদস্যরা। নামানো হয় রোলার। এর জেরে খেলা শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। এদিনের প্রথম ম্যাচে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে মিলনপল্লী বয়েজ ক্লাব জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ৮২ রানে শেষ সব উইকেটের পতন ঘটে ভিএসসি তারঞ্জি বাড়ি দলের। ৩১ রানে জয়ী হয় মিলনপল্লী বয়েজ। দিনের দ্বিতীয় ম্যাচে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে বিয়িং হিউম্যান ধানতলা জবাবে ব্যাট করতে নেমে ১১.১ওভারে সব উইকেটের হারিয়ে ,৪০ রানে গুটিয়ে যায় বলঞ্চা বি এন্ড এস ফাইটারের ইনিংস। ৯৫ রানে জয়ী হয় ধানতলা।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)