শহরের নদী ও নিকাশি ব্যবস্থায় এক গুচ্ছ প্রকল্প ধুপগুড়ি পুরসভার
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ২৭ই জুন, ২০১৮: শহরের নদী ও নিকাশি ব্যবস্থায় এক গুচ্ছ প্রকল্প ধুপগুড়ি পুরসভার। চলতি বর্ষার মরশুমে মানুষকে খানিকটা ভোগান্তির শিকার হতে হলেও আগামী দিনে তা অনেকটা কমবে। শহরের নদী ও নিকাশি ব্যবস্থা আরো বেশি উন্নত করতে ইতি মধ্যেই গুরুত্বপুর্ন গন্ডি পেরিয়েছে ধুপগুড়ি পুরসভা। বুধবার ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এমনটাই জানালেন। শহরের উন্নয়নের জন্য রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে ৬৩ প্রকল্পের জন্য ২৭ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে। এই ৬৩ টি প্রকল্পের মধ্যে রয়েছে ৩১ টি নিকাশি নালা, ১৩ টি সড়ক এবং ১২ টি পেভারব্লকের কাজ সহ ৭ টি বাধের কাজ।রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে বুধবারই এই চিঠি আসে। ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং বলেন, মুখ্যমন্ত্রী দু হাত তুলে ধুপগুড়ি বাসীকে আর্শীবাদ করছেন এবং এই বিপুল অঙ্ক মানুষের উন্নয়নের জন্য দেওয়ায় আমরা মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ চলতি সপ্তাহেই ধুপগুড়ি শহরের নিকাশি ব্যবস্থা এবং নদীর জলস্ফীতির কারনে সাধারন মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। জলবন্দীও মানুষকে থাকতে হয়ে ২৪ ঘন্টারও বেশি সময়। প্রতিবাদ জানিয়ে ৩১ নং জাতীয় সড়ক এবং সার্ক রোড অবরোধও হয়।তার পরই এই প্রকার অনুমোদন মেলায় ধুপগুড়ি পুরসভা বাসীর কষ্ট খানিকটা লাঘবের আশা রয়েছে বলে মনে করছেন শহরবাসী।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)