এ.বি.টি.এ র ভলিবল অনুষ্ঠিত হল ইসলামপুর ফার্ম কলোনী ময়দানে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর ফার্ম কলোনী ময়দানে অনুষ্ঠিত হলো অখিল রঞ্জন দাস ও মংলু দাস মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট। এ.বি.টি.এর আয়োজনে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টে মোট তেরোটি দল অংশ নেয় বলে জানান সংগঠনের ইসলামপুর জোনের সম্পাদক সোমনাথ মজুমদার। তিনি জানান, বিগত বছর থেকে তাদের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। শিক্ষকদের মধ্যে ঐক্য ও মেলবন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান তিনি। এদিন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে ছিল যথেস্ট উদ্দীপনা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফজলুল হক এন.এস হাই মাদ্রাসা ও রানার্স হয় ভদ্রকালী হাই স্কুল।উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ও সভাপতি যথাক্রমে বিপুল মৈত্র ও দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)