ইসলামপুরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবার উপর প্রাণঘাতী হামলা

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৭ই অক্টোবর, ২০১৮: মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গতকাল বাবার উপর প্রাণঘাতী হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরের শান্তিনগর কলোনিতে। দলবল নিয়ে বাবার উপর প্রাণঘাতী হামলার  অভিযোগ উঠল রাখাল সরকার নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম নির্যাতিতা যুবতীর বাবা উৎপলেন্দু সরকারকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক রাখাল সরকারের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছে উৎপলেন্দু সরকারের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক রাখাল সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, টিউশন পড়তে যাওয়ার পথে প্রায় প্রতিদিনই একই পাড়ার বাসিন্দা রাখাল সরকার নামে এক যুবক ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপিঠ হাই স্কুলের একাদশ শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করত বলে অভিযোগ। ইসলামপুর শহরের শান্তিনগর কলোনীর ওই ছাত্রীকে উত্যক্ত করার ঘটনা ছাত্রীটি তার পরিবারকে জানায়। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবক রাখাল সরকারের বাড়িতে তার অভিভাবকদের জানায়। কিন্তু এরপরেও রাখাল সরকার ওই ছাত্রীটিকে রাস্তায় ক্রমাগত উত্যক্ত করেই চলছিল। এরপর ছাত্রীটির বাবা উৎপলেন্দু সরকার তার মেয়েকে সাথে নিয়েই টিউশনিতে যেতেন। গতকাল রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় রাখাল সরকার দলবল নিয়ে ওই ছাত্রীটির বাবা উৎপলেন্দু সরকারকে আক্রমণ করে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাখাল সরকার। ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!