ধুমধাম করে পালিত হল বাগড়াকোট (ডুয়ার্স) এর সরকার বাড়ির কালীপূজা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, বাগড়াকোট (ডুয়ার্স) ৭ই নভেম্বর, ২০১৮: ডুয়ার্সের বাগড়াকোট এলাকায় প্রতিবারের মত পালিত হল কালীপূজা। এই পুজাকে সরকার বাড়ির পূজা হিসেবে এলাকায় পরিচিত। সরকার বাড়ির পূজার মূল উদ্যোক্তা ছিলেন স্বর্গীয় কমল সরকার। এই বছর এই পূজা পড়ল ৩৫তম বর্ষে। যদিও এই পূজা আগে হ্যামিল্টনগঞ্জে পালন করা হত। সেই দিক থেকে এই পূজার বয়স ৫১ বছর। পূজার সম্পূর্ণ দায়িত্ব সরকার বাড়ির উদ্যোক্তারাই নিষ্ঠার সঙ্গে পালন করেন। উদ্যোক্তা বর্তমানে বলা যেতে পারে বাড়ির ছেলেরা অর্থাৎ প্রদীপ সরকার, গৌতম সরকার প্রমুখ। আসে পাশের গ্রাম থেকে বহু দর্শনার্থীরা প্রতিবার এই পূজা দেখতে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন। তাছাড়া শিলিগুড়ি থেকেও অনেকে এই পূজা দেখতে যান। এবার আসা যাক মায়ের প্রসাদে। এই প্রসাদ চিরা চরিত প্রথায় থাকছে খিচুরি, ঘ্যাট, চাটনি। তাছাড়া একটু অন্য রকম জিনিষও থাকছে যেমন শাক, ৫ রকমের সুস্বাদু ভাজা, খেজুর, স্থানীয় মিষ্টি যেমন সন্দেশ, পায়েস। এর সঙ্গে লুচি, ঘুরখই, নারু আরও না জানে কত কি। মোটমাট গ্রাম্য এই পূজায় হয়ত শহুরে জাঁকজমক থাকছে না কিন্তু থাকছে অফুন্ত আনন্দ ও সুস্বাদু ভালবাসা।
তথ্য, ছবি ও ভিডিও: বৈশালী সরকার (বাগড়াকোট)