ওভারলোডিং এর বিরুদ্ধে অভিযানে এবার বানারহাট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২২শে জুলাই, ২০২১: ওভারলোডিং ট্রাকের বিরুদ্ধে অভিযানে নামল বানারহাট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন৷ গত সোমবার অর্থাৎ ১৯শে জুলাই বিকেলে, বানারহাট চামুর্চী মোড় সংলগ্ন ভারত – ভুটান সড়কে সংগঠনের পক্ষ থেকে প্রচার-অভিযানে নামা হয়। মূলত এই সড়ক দিয়ে ভুটান থেকে বালু – পাথর বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে। রাজ্য সরকারের নির্ধারিত অতিরিক্ত ২৫% সীমার চেয়েও বেশি পন্য পরিবহনকারী ট্রাকগুলির ড্রাইভারদের আইন ভাঙার জন্য এদিন সংগঠনের পক্ষ থেকে মেডেল পড়ানো হয়, একই সাথে যারা নিয়ম মেনে পন্য পরিবহন করছেন তাদের সংগঠনের সদস্যরা মিস্টি খাওয়ান। ডুয়ার্সের অন্যান্য এলাকার ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকেও এই অভিযানকে সমর্থন করা হয়।

এদিনের অভিযানে শামিল হয়ে মালবাজার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্রী বিশ্বজিৎ মিত্র, ময়নাগুড়ির সভাপতি শ্রী তরুণ নাগ, সহ সভাপতি শ্রী শেখর ব্রহ্ম জানান “রাজ্য সরকারের সিদ্ধান্তকে না মেনে একশ্রেনীর ট্রাক মালিক অতিরিক্ত পন্য পরিবহন করছেন, যার ফলে রাস্তা যেমন খারাপ হচ্ছে, দূর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তেমন ভাবে সরকারেরও আর্থিক ক্ষতি হচ্ছে। নিয়ম মেনে যারা গাড়ি চালাতে চান, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে আমরা চাই অতিরিক্ত মাল পরিবহন বন্ধ হোক”। বানারহাট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী কেদার ছেত্রী বলেন “ওভারলোডিং বন্ধ করার জন্য আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি, আমরা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত রাস্তায় থাকবো”। এদিন ওভারলোডিং করা গাড়িগুলিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও আগামীতে সেগুলিকে আটক করে তারা পুলিশের হাতে তুলে দেবেন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!