ধুপগুড়ী আলতাগ্রামে বেআইনি গাজা উদ্ধার
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ৭ই ফেব্রুয়ারি ২০১৮: প্রচুর পরিমান বেআইনি গাজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল বুধবার। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের ঝাড় আলতাগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন গোপন সুত্রে খবর পেয়ে ধুপগুড়ী থানার পুলিশ সাদা পোশাকে বাইক নিয়ে এই এলাকায় হানা দেয়। সেই সময় পুর্ব ডাউকিমারী রামভোলা মাঠের পাশে গাজা কারবারীরা গাজাগুলো রোদে শুকোতে দিয়েছিলেন। একসঙ্গে পুলিশের বেশ কয়েকটি বাইককে এলাকায় ঢুকতে দেখে গাজা কারবারীরা এলাকা থেকে চম্পট দেয়।তবে পুলিশ গাজাগুলিকে উদ্ধার করে নিয়ে আসে থানায় এবং বেশ কিছু গাজা ঘটনাস্থলেই আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া গাজার পরিমান প্রায় ১৫ কেজি। স্থানীয় পঞ্চায়েত সদস্য অরিন্দম ব্যাপারী ঘটনার বিষয়ে বলেন, প্রচুর গাজা উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। গ্রাম পঞ্চায়েত পুলিশের সহযোগিতা করবে। এই প্রকার অভিযান মাঝে মধ্যে চললে গ্রামবাসীরা উপকৃত হবে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, খবর এসেছিল, সেই খবর মোতাবেক পুলিশ হানা দিয়ে গাজাগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িতদের খোজে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও আগামীদিনেও এই প্রকার অভিযান চলবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)