কুচবিহার শহরে লাগাতার চুরিতে দিশাহীন পুলিশ, উদ্বিগ্ন শহরবাসী

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে কোচবিহার শহরে। কিনারা করতে ব্যর্থ পুলিশ, উদ্বিগ্ন শহরবাসী। বৃহঃস্পতিবার রাতে আবারো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কোচবিহার ভবানিগঞ্জ বাজারের  রূপ নারায়ান রোডের এক মোবাইলের দোকানে। দোকান মালিক সচীন গুপ্তা জানান দোকানের পেছনে দিকে রয়েছে লাল দিঘী, সম্ভবত এই দিক দিয়েই দুঃস্কৃতিরা দোকানের টিন কেটে ভেতরে ঢুকে,প্রায় ২০টি মোবাইল ছাড়াও একটি ল্যাবটপ ও সিসিটিভি ক্যামেরা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা বুঝতে পেরে কোতয়ালী থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এদিকে প্রায় প্রতিরাতেই শহরের বিভিন্ন দোকান সহ বাড়ীতে চুরির ঘটনা বেড়ে চলায়, কার্যত রাতের ঘুম উবে গেছে শহরবাসীর। পুলিশের ওপর ক্ষোভ উগরে শহরের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল সরকার জানান, এক শ্রেনীর পুলিশ রাতে  মদ্যপ ব্যক্তি ও মোটর বাইক চালক কে ধরতেই ব্যস্ত থাকেন। আসল দুঃস্কৃতিরা পুলিশের এই ঢিলেঢালা নজরদারীর সুযোগ নিয়ে,একের পর এক দুঃস্কর্ম করে চলে গেলেও, দুঃস্কৃতিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে পুলিশ,আর সেই কারনেই পুলিশের উপর ক্ষোভ বাড়ছে সাধারন শহরবাসীর মধ্যে।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!