আমার ক্যানভাসের ১ম উত্তরবঙ্গ শিল্পী সম্মেলন হল শিলিগুড়িতে

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৮ই অক্টোবর, ২০১৮: হৃদয়ে প্রেরণা এবং তীব্র কিছু করবার ইচ্ছা ও আশা নিয়ে দুই প্রকৌশলী (ইঞ্জিনিয়ার), শিল্পশৈলী ও শিল্পীর মর্যাদাকে সামাজিক সচেতনতার আঙ্গিকে সাজিয়ে তুলতে বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ৪ঠা এবং ৫ই অক্টোবর, আমার ক্যানভাস আয়োজন করেছিল ১ম উত্তরবঙ্গ শিল্পী সম্মেলনের। যা শহরের বুকে ফুলেশ্বরী সংলগ্ন ডিলিশিয়াস রেস্তোরায় মহাড়ম্বরপূর্ণ ভাবে পালিত হয়। এদিনের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল, আমার ক্যানভাসের প্রতিটি সদস্য শহর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বুকে যে সমস্ত শিল্পীরা তাদের শৈল্পিক কৌশলীতে সম্পূর্ণভাবে নিমজ্জিত, যাঁরা শিল্পের সৃষ্টির জন্য অবিলম্বে অবিচলিতভাবে সর্বদাই থাকে প্রস্তুত, এমন সব মানুষদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের সম্মানিত করে এমন এক মঞ্চ প্রদান করা যাঁর দ্বারা এইসব শিল্পীরা পাবে এক পরিচিতি, পাবে তাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান।

এই দু’দিনের কর্মসূচিতে শিলিগুড়ি, গোঁসাইপুর (বাগডোগরা), জলপাইগুড়ি থেকে আগত প্রচুর সংখ্যক শিল্পী ও শিল্পকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বয়ঃপর্যায়ের মানুষেরা অংশগ্রহণ করে। আমার ক্যানভাসের যুগ্ম কর্নধার, শ্রী রাহুল বসাক এবং শ্রী অমিত কুমার মাহিষ্য দাস, টি.এন.আইকে জানান; “আমরা খুবই উৎসাহিত এবং উৎফুল্ল এমন এবং এত সাড়া পেয়ে। আমরা আশাবাদী ছিলাম অনুষ্ঠানটিকে নিয়ে, তবে এতটা ভালবাসা ও আর্শীবাদ পাবো বিনিময়ে তা আর কখনোই চিন্তাও করিনি। আমরা চেয়েছি প্রত্যন্ত থেকে প্রত‍্যন্ত অঞ্চলের গুণী এবং যোগ্যদের গুনের নিদর্শন সবার সামনে তুলে ধরতে, যাঁর জন্যই আমার ক্যানভাস অনলাইন নির্ভর। আমার ক্যানভাস, এমন শিল্পীদের সুযোগ করে দেবে যাঁরা তাদের শিল্পকর্ম বিক্রি করার কথা ভাববে না এমনকি আঞ্চলিক বাজারেও।”

ছবি: আমার ক্যানভাস

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!