ময়নাগুরিতে পূজার প্রসাদ খেয়ে মৃত্যু হলো মেধাবি ছাত্রের, অসুস্থ আরো ৩ জন

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৬শে মার্চ ২০১৮: রবিবার ময়নাগুরি ব্লকের রথের হাট নামক এলাকায় পাগল চাঁদ মন্ডলের বাড়ি বাসন্তিপূজা উপলক্ষে পূজার ভোগের প্রসাদ খেয়ে গুরুত্বর আসুস্থ হয়ে ৪ জন ময়নাগুরি হাসপাতালে ভর্তি হলে আবস্থা বেগতিক দেখে তাদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ৪ জনের মধ্যে বিপ্লব সরকার প্রচন্ড বমি ও শ্বাসকষ্ট অনুভব করে। কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় বিপ্লব সরকারের। অপর দিকে প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জ্যোৎস্না সরকার, রবীন্দ্রনাথ সরকার ও তাদের ছেলে রকি সরকার। সরলা সরকার নামে একজন বৃদ্ধ মহিলা যিনি বলেন পুজা বাড়ির থেকে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগে কোরে তিনি খিচুরি নিয়ে এসেছিলেন। পাড়ার লোকজনের দাবী হয়তো সেই প্লাস্টিকের ব্যগেই কোন বিষাক্ত কিছু ছিলো যার জন্য এই অঘটন ঘটলো। পূজা বাড়ির পাগল চাঁদ মন্ডল বলেন আমাদের বাড়িতে প্রায় ১ হাজার লোক প্রসাদ খেয়েছে। সেই ৪ জন ছাড়া কারো কিছু হয়নি। সরলা রায় ভালো চোখে দেখতে পায় না নিশ্চই প্লাস্টিকের ব্যাগে কিছু ছিলো কারন খিচুরি আলাদা রান্না হয়নি একই খিচুরি রান্না হয়েছে আমরা সকলেই সেই খিচুরি খেয়েছি। সোমবার বিপ্লব সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। ভালো ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত বিপ্লব তার মায়ের ছিলো একমাত্র ভরসা। বিপ্লব ছোট থাকতেই তার বাবা পরলোকগমন করেন। বিপ্লবের মৃত্যুর পর বারবার মূর্ছা যাচ্ছে তার মা।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!