ইসলামপুর বাইপাস সংক্রান্ত তৃনমূলের সভার আগে ৫ ধৃতের জামিন দিল এ.সি.জে.এম আদালত
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ২রা ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর বাইপাস ইসু্তে নিজেদের অবস্থান পরিষ্কার করতে শাসকদলের মন্ত্রী শ্রী গৌতম দেবের আগামীকালের সভার শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি এদিন জমির ন্যায্য মূল্যের দাবীতে আন্দোলন করা ইসলামপুরের প্রাক্তন প্রয়াত বিধায়ক ফারুক আজমের ছেলে সিপিএম নেতা সামি খান সহ পাঁচ জন কৃষকের জামিন মঞ্জুর করে এসিজেএম আদালত। জানা গিয়েছে, আগামীকাল শনিবার ইসলামপুর বাইপাস ইসু্তে শাসকদলের অবস্থান পরিষ্কার করতে বলঞ্চা এলাকায় বাইপাসের জমিতেই বিশাল জনসভার আয়োজন করেছে ইসলামপুর ব্লক তৃনমুল কংগ্রেস। ওই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব। এছাড়াও গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানি সহ উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। বলঞ্চার সভাকে কেন্দ্র করে ব্লক তৃনমুল কংগ্রেসের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এদিকে ইসলামপুর এসিজেএম আদালতের সরকারী আইনজীবী শ্রী দেবজোতি পাল বলেন, ইসলামপুর বাইপাসের ঘটনায় ধৃত সামি খান সহ পাঁচ জনের এফ আই আরে নাম না থাকার কারনে জামিন মঞ্জুর করেন এসিজেএম বিচারক শ্রী কৃষ্ণ মুরারী প্রসাদ গুপ্তা। ইসলামপুর ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি জাকির হোসেন বলেন, বাইপাস নিয়ে ডাকা দলের সভার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। বাইপাস নিয়ে দলের অবস্থান পরিষ্কার করতে সভা ডাকা হয়েছে।