নাম্বার প্লেটবিহীন দুটি চোরাই বাইক আটক সহ ৪ জন গ্রেপ্তার খড়িবাড়িতে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে নভেম্বর, ২০১৮: শিলিগুড়ির অদূরে খড়িবাড়িতে বাইক চুরির এক চক্রের ৮ জনকে গতকাল কে গ্রেপ্তার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ি থানার ওসি ভূষণ ছেত্রী সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ভোগভিটা এলাকার জনৈক বিকাশ সিংহ এবং রাকেশ হেমব্রমের বাড়িতে হানা দিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন বাইক উদ্ধার করে। দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী হরে কৃষ্ণ পাই সংবাদ মাধ্যমকে জানায় যে পুলিশের জেরায় ধৃতরা জানায় যে তারা বাইক দুটি পানিট্যাঙ্কির জনৈক উত্তম সিংহ রায়ের কাছে থেকে কম দামে কেনে। এরপর পুলিশ উত্তম কুমার সিংহকে হেফাজতে নেয়। উত্তমের কাছ থেকে জানা যায় যে সেও কমিশনের ভিত্তিতেই বাইকগুলি বাইক চোরেদের কাছ থেকে কিনেছিল। সেই গ্যাংএ সদস্যদের নাম বিনোদ সিংহ, বলাই বর্মণ এবং প্রকাশ মগর। এদের সবাই কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করলে এই মামলার বিচারক সরকারি উকিলের আবেদন অনুযায়ী ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
সংবদিচিত্র ও ভিডিও