সাধারন লোকের আন্দোলনের চাপে গ্রেপ্তার হল চ্যাংরাবান্দা অঞ্চলের দুর্নীতির অভিযুক্ত প্রধান
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ২রা ফেব্রুয়ারি ২০১৮: সরকারী প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের কাজের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন চ্যাংরাবান্দা অঞ্চলের প্রধান৷ কুচবিহার জেলার মেখলীগঞ্জের চ্যাংরাবান্দা অঞ্চলের ঘটনা৷ ধৃত প্রধানের নাম শ্রী দিলীপ রায়৷ তিনি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত বলেও শোনা গেছে৷ জানা যায় – কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে ওই প্রধানের বিরুদ্ধে৷
একাধিক বার প্রধানের দুর্নীতি এবং প্রধানকে গ্রেপ্তার এর জন্য সাধারণ মানুষ সহ সব রাজনৈতিক দল বিক্ষোভ দেখান, এমন কি বি.ডি.ও এবং মহকুমা শাসক এর কাছে দিলীপ প্রধানের গ্রেপ্তার এর দাবিতে লাগাতার চলে আন্দোলন৷ গত কয়েকদিন আগে মেখলীগঞ্জের তৃণমূল কংগ্রেস এর কনভেনর শ্রী উদয় রায় প্রধানের গ্রেপ্তার এর দাবিতে ডেপুটেশন দেন, একই সাথে ডেপুটেশন দেন বামফ্রন্টের প্রধান দল সি.পি.আই (এম)৷ অবশেষে প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ওঠে ঝড়, বাধ্য হয়ে নড়ে চড়ে বসে প্রশাসন৷ কোটি কোটি টাকার দুর্নীতিগ্রস্ত প্রধান কে গ্রেপ্তার করল পুলিশ৷ আজ ধৃত প্রধান কে কোর্ট তলা হয়েছে বলে জানা যায়৷ অন্য দিকে প্রধানের শাস্তির দাবিতে মিছিল করে এলাকার সাধারণ মানুষের।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)