সুপার ডিভিশন ক্রিকেটে রাইভাল ম্যাচে স্বস্তিকার বিরুদ্ধে ১৯ রানে জয়ী বাঘাযতীন
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি, ২রা ফেব্রুয়ারি ২০১৮: চান্দমনি ক্রিকেট গ্রাউন্ডে আজকের সুপার ডিভিশন ক্রিকেট লীগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাব এবং স্বস্তিকা যুবক সংঘ। স্বস্তিকা যুবক সংঘ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাব ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাবের হয়ে ভালো ব্যাট করে অভিষেক সিকদার ৫০, চন্দন মণ্ডল ২৫, সাইফ খান ২০ প্রমুখ। অন্যদিকে, স্বস্তিকা যুবক সংঘের হয়ে ভাল বল করে মুজাম্মল রাজা রহমানী। সে ৬ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট দখল করে। জবাবে স্বস্তিকা যুবক সংঘ ব্যাট করতে নেমে ৩৮.২ ওয়ার সব উইকেট হাড়িয়ে ১৫৬ রানে আটকে যায়। স্বস্তিকা যুবক সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে ওপেনিং ব্যাটসম্যান দ্বয় অংশুমান চক্রবর্তী (৪০) এবং দ্বীপায়ন কুমার রয় (৪৪)।বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাবের হয়ে দারুন বল করে সাইফ খান এবং চন্দন মণ্ডল। দুইজনেই ৪টা করে উইকেট পায়। মাত্র ১৯ রানে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাব জয় পায় স্বস্তিকা যুবক সংঘের বিরুদ্ধে। ম্যাচ শেষে বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাবের সাইফ খান ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়। যদিও এই সিদ্ধান্তটা নেওয়া খুব শক্ত ছিল কারন চন্দন মণ্ডল ও সাইফ খানের ব্যাটিং ও বোলিং অ্যাভারেজ একই ছিল। তবুও ইনিংসের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার সুবাদে সাইফ খান ম্যান অফ দি ম্যাচ সান্মানিকটা পেয়ে যায়।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)