শীতের শুরুতে শিলিগুড়ির অদূরে ইসকন দ্বারা শীতবস্ত্র বিতরণ
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই ডিসেম্বর, ২০১৮: প্রতিবারের মত এবারও শীতের শুরুতে শীতবস্ত্র বিতরণ করল শিলিগুড়ির ইসকন মন্দির কমিটি। ইসকন মন্দির কমিটির সদস্য শ্রী নাম কৃষ্ণ দাস মহাশয় টি.এন.আই কে জানান যে এই বস্ত্র বিতরণ হয় শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় বসবাসকার্রি দুঃস্থ মানুষদের মধ্যে।
এছারাও আজকের কর্মসূচিতে ছিল বাচ্চাদের খিচুরি খাওয়ানো। শ্রী দাস টি.এন.আই কে আরও জানান যে ছোট “ছোট বাচ্চারা খিচুড়ি এবং শীতবস্ত্র পেয়ে ভীষণ আনন্দিত, এই মহান কাজ আগামী দিনেও করবে ইসকন”।
ছবি: ইসকন (শিলিগুড়ি)
Facebook Comments