সুপার ডিভিশন ক্রিকেটে শিলিগুড়ি অগ্রগামী সংঘ তাঁর দাপট বজায় রাখলো
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৩০শে জানুয়ারি ২০১৮: আজকের সুপার ডিভিশন ক্রিকেট লীগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ি অগ্রগামী সংঘ এবং শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ। অগ্রগামী সংঘ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অগ্রগামী সংঘ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করে। অগ্রগামী সংঘের হয়ে ভালো ব্যাট করে রুপম দাস। মাত্র ৫ রানের জন্যে শতরান হাতছারা হয় তাঁর সে করে ৯৫ রান। পাশাপাশি রান করে রনি মিত্র (৬৭)। স্বস্তিকা যুবক সংঘের হয়ে ভাল বল করে এম.আর রহমান। সে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়। জবাবে স্বস্তিকা যুবক সংঘ নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করেই খ্রান্ত হয়। স্বস্তিকা যুবক সংঘের ব্যাটিং করে দীপায়ন রায় (৪১)। অগ্রগামী সংঘের হয়ে ভালো বোলিং করেন অমিত রায়। অগ্রগামী সংঘ ১১১ রানে জয়ী হয়। এদিকে ম্যাচ শেষে অগ্রগামী সংঘের রুপম দাস সবচেয়ে বেশি রান করার সুবাদে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত নয়।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)