ফের বাঘের আতঙ্ক কুচবিহারের মেখলীগঞ্জের জামালদহের দেউবাড়ি গ্রাম
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, জামালদহ ৩০শে অগাস্ট, ২০১৮: বাঘের আতঙ্কে গ্রাম, পায়ের ছাপ দেখে খাঁচা পাতেন বনবিভাগ ও পুলিশ৷ মেখলীগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এর দেউবাড়ি গ্রামের ঘটনা৷ কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ এবং দূর থেকে বাঘ দেখে ভয়ে কাজ চা বাগানের কাজ বন্ধ করে দেন গ্রামের চা শ্রমিকরা৷
আজ, অনেকই পায়ের ছাপ দেখেন আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়৷ খবর দেওয়া হয় বনবিভাগ ও মেখলীগঞ্জ পুলিশকে৷ পায়ের ছাপ দেখে পুলিশ এবং বনবিভাগ খাঁচা পাতেন৷ বাঘ দেখার জন্য ভীড় জামান কয়েকশ মানুষ৷ স্থানীয় সূত্রে জানা যায় – কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করছেন গ্রাম বাসিরা, আজ সেই পায়ের ছাপ বেশি করে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়৷ জামালদহ বনবিভাগ সূত্রে জানা গেছে – আপাতত পায়ের ছাপ দেখে চিতা বাঘ সন্দেহে খাঁচা পাতা হয়, রাত পর্যন্ত খাঁচা থাকবে”৷
ভিডিওঃ স্বপন রায় বীর (টী.এন.আই)