রায়গঞ্জে রোড শোর মাঝপথেই বেড়িয়ে যান জে.পি. নাড্ডা
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১৯ই মার্চ, ২০২১: রায়গঞ্জে রোড শো করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজির। রোড শো শুরুও হলো কিন্তু আদতে দেখা গেল মাঝপথে রোড শো ছেড়ে চলে গেলেন শ্রী জে পি নাড্ডা। এর ফলে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হয় জেলা বিজেপি এবং রাজ্য বিজেপিকে। কর্মকর্তারা কিছুটা হলেও হতাশ সাথে সাধারন মানুষ যারা নাড্ডাজির রোড শো দেখতে এসেছিলেন। তবে তিনি রোড শোর মাঝেই তার বক্তব্য অবশ্যই রেখে যান এবং মানুষ কে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীকে ভোটে জেতানোর জন্য আবেদন করেন। যতটুকু রোড শো হয় সেই সময় শ্রী জে পি নাড্ডার পাশে ছিলেন রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রকের মাননীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এর আগে রবিবারও রায়গঞ্জে মিঠুন চক্রবর্তীর আসার কথা ছিল। তবে পরে তা বাতিল হয়ে যায় তিব্র গরমে হঠাৎ মহাগুরুর ডিহাইড্রেশনের জন্যে। মহাগুরুকে দেখার আশায় যারা বুক বেধেছিলেন, হতাশ হন তারা। সোমবার আবারও অনেটা একই রকম ঘটনা ঘটল। এর ফল বিজেপির ভোট যন্ত্রে কেমন পড়বে তা ২রা মে তেই বোঝা যাবে।
ছবি: সংবাদচিত্র