নতুন পুরসভার কাজ ফালাকাটায় পরিদর্শন করে গেলেন আলিপুরদুয়ারের জেলাশাসক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই জুলাই, ২০২১: ফালাকাটা পুরসভা মর্যাদা পাওয়ার পর নূতন পুরসভার বিভিন্ন কাজ কোথায় কি হবে তা খতিয়ে দেখলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। শনিবার জেলা শাসক প্রথমে ফালাকাটার বিডিও অফিসে আসেন সেখানে এসে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারকে সাথে নিয়ে ফালাকাটার পুরসভার বর্তমান অফিস পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চলছে সেটা তিনি খতিয়ে দেখলেন এর পর ফালাকাটা পুরসভার স্থায়ী কার্যালয়ে তৈরি হবে ফালাকাটার জেলা পরিষদ ইনস্পেকশন বাংলা ডাকবাংলোর ময়দানে জায়গায় তিনি খতিয়ে দেখলেন। এবং পুরসভার অন্তর্গত মা ক্যান্টিন চালুর ব্যাপারে ও তার জায়গা খতিয়ে দেখে গেলেন জেলাশাসক। ফালাকাটা ব্লক এর পক্ষ থেকে দুটি স্থান দেখানো হয়েছিল এবং তার প্রপোজালও পাঠানো হয়েছে জেলাশাসক দপ্তরে। একটি ফালাকাটার কমিউনিটি হলে যে কিচেন সেট আছে সেখানে অপরটি ফালাকাটার দশমীর ঘাট ময়দানে। এই দুটি জায়গা পরিদর্শন করে গেলেন জেলাশাসক। এখান থেকে তিনি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নির্মীয়মান যে অক্সিজেন প্ল্যান বসছে তার কাজ খতিয়ে দেখলেন এবং সেই কাজের অগ্রগতি তিনি সরেজমিনে খতিয়ে দেখে গেলেন। ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার জানান ডিএম স্যার আজকে ফালাকাটা এসে নতুন পুরসভা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন মা ক্যান্টিনের জায়গা পরিদর্শন করলেন এবং নির্মীয়মাণ অক্সিজেন প্লান্ট এর কাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে গেলেন।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)