দলবদলের ভুয়ো খবর কে কেন্দ্র করে রুষ্ট বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি জেলা বিজেপি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই জুলাই, ২০২১: উত্তরবঙ্গ কেন্দ্রিক কলকাতার এক স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক খবর কে কেন্দ্র করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ রীতিমত তোপ দাগেন সেই খবরের ওপর। যদিও কোন বিশেষ সংবাদ মাধ্যম কে উল্লেখ করেননি উনি। উল্লেখ্য আজ শিলিগুড়িতে সেই পত্রিকায় প্রকাশিত হয় যে ডঃ শঙ্কর ঘোষ বর্তমানে তৃনমূল কংগ্রেসে যোগদান করার জন্যে মুখিয়ে রয়েছেন এবং অপর দিকে তৃণমূল কংগ্রেসেও তাকে স্বাগত জানানোর জন্যে ভাবনা চিন্তা করা হচ্ছে। ডঃ শঙ্কর ঘোষ ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্রী প্রবীণ আগরওয়াল, শিলিগুড়ি জেলা বিজেপির সম্পাদক শ্রী প্রসেঞ্জিৎ পাল এবং শিলিগুড়ি জেলা বিজেপির  সহ সভাপতি শ্রী জয়দীপ নন্দি। এই সাংবাদিক বৈঠকে শ্রী প্রবীণ আগরওয়াল জানান যে সংশ্লিষ্ট সংবাদপত্রের সম্পাদককে এই ভুয়ো সংবাদ পরিবেশনের জন্যে এক প্রতিবাদ পত্র পাঠানো হবে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি এই সংবাদ মাধ্যমে ডঃ ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন যে শিলিগুড়ি জেলা বিজেপির অধিনে থাকা আরো বিধানসভা এলাকার সংশ্লিষ্ট বিধায়কেরাও যেমন শিক্ষা চ্যাটার্জি, আনন্দময় বর্মণ এবং দুর্গা মুর্মু উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনে। ডঃ ঘোষ আরো বলেন যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বঞ্চনার কথা তিনি তুলে ধরেছেন বিধানসভায় এবং তার সাথে বিভিন্ন সমস্যাও। যেমন মহানন্দা অ্যাকশন প্ল্যানের অন্তর্গত ফুলেশ্বরী – জোরাপানী নদী সংস্কার, এসজেডিএ’র দুর্নীতি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নিউরো সার্জানের অভাব, দার্জিলিং মোড়ের ফ্লাইওভারের প্রয়োজনীয়তা, তিস্তা ব্যারেজ প্রকল্প থাকার পরেও ৪৫% সেচহীন বিরাট কৃষিজমির উপস্থিতি, পরিযায়ী শ্রমিকের ব্যাপকতা, শিলিগুড়ি শহরের জল সমস্যা, করোনেশন ব্রিজের বিকল্প তিস্তা সেতু নির্মাণ ইত্যাদি।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!