ধুপগুড়িতে অনুষ্ঠিত হল ইস্কনের ‘নগর সংকীর্তন শোভাযাত্রা’
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৯: গত বৃহস্পতিবার আদিবাসী কল্যাণ কোষের দ্বারা আয়োজিত ‘নগর সংকীর্তন শোভাযাত্রা’। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিল ইস্কন ট্রাইবাল ইনিশিয়িটিভ। অনুষ্ঠানটি হয় ধুপগুড়ির স্টুডেন্টস কনভেনশন হলে। দশটা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সুন্দর ভাবে প্রতিভা প্রদর্শন করতে দেখা যায়। এর মধ্যে ছিল বাংলা এবং ইংলিশে শ্লোক আবৃতি, গান ইত্যাদি। এরপর রাশিয়া থেকে আগত বিদেশি কৃষ্ণ ভক্তরা ভজন কীর্তন এবং ড্রামা প্রদর্শন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কন আদিবাসী কল্যাণ উদ্যোগের মুখ্য সংযোজক শ্রীধাম গোবিন্দ দাস, ইসকন রাউলকেল্লা জেনারেল ম্যানেজার শ্রী প্রেম মাধব দাস, ইস্কন শিলিগুড়ির জনসংযোগ অধিকারীক শ্রী নামকৃষ্ণ দাস প্রমুখl
ছবি: ইস্কন শিলিগুড়ি