ক্রিকেট খেলার পর ময়নাগুড়িতে ‘মোদি হাটাও দেশ বাঁচাও’ মিছিল
মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৯: শনিবার ময়নাগুড়ি চূড়াভান্ডারে অনুষ্ঠিত হলো গত ৫ তারিখ থেকে শুরু হওয়া ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিন এই খেলার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিরাট মিছিল বের হয়।মিছিলে ‘মোদি হাটাও দেশ বাঁচাও’ এই স্লোগান দেওয়া হয়। সেই সাথে এদিন চূড়াভান্ডার এলাকায় যে জমির উপর নরেন্দ্র মোদি সভা করেছিলো, সেই জমির কৃষকদের ৪ প্যকেট করে মোট ২৫ জন কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডলোমাইট দেওয়া হয়।
ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি)
Facebook Comments