ময়নাগুরিতে তৃণমূল প্রার্থীকে বিজেপির প্রার্থী প্রকাশ্যেই ভালো মানুষ বললেন

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৭ই এপ্রিল, ২০১৮: পঞ্চায়েত নির্বাচনের কাজকর্ম ক্ষতিয়ে দেখতে শনিবার ময়নাগুড়ি এলেন শ্রী সৌরভ চক্রবর্তী। এদিন তিনি ময়নাগুড়ির দলীয় কর্মীদের মনোনয়ন জমা দেবার সময় উপস্থিত ছিলেন। এদিন তৃনমুলের তরফে পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমাদেন শ্রী মনোজ রায় এবং গ্রাম পঞ্চায়েতের আসনে মনোনয়ন জমাদেন দেবীনগর বুথের প্রার্থী শ্রীমতী তিথি সাহা। এদিন সৌরভ বাবু দলীয় প্রার্থীদের সাথে কথা বলেন। কিভাবে প্রচার এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে প্রার্থী এবং কর্মীদের সাথে কথা বলেন তিনি। সৌরভ বাবু জানান, জয়ের ব্যাপারে তারা ১০০% নিশ্চিত। তিনি বলেন, বাইরে থেকে বিজেপি লোক ঢুকিয়ে গণ্ডগোল বাধাবার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই বিজেপিকে মানুষ মেনে নেবে না বলে দাবি করেন তিনি। এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন কড়াকড়ি করা হয়েছিল নিরাপত্তা ব্যাবস্থা। তৃনমুলের পাশাপাশি বিজেপি এবং সিপিআইএম এর থেকেও বহু প্রার্থী এদিন মনোনয়ন জমা করেন। অপরদিকে এদিন দলীয় কর্মীদের সাথে মনোনয়ন জমা দেন শ্রীমতী মিতু চক্রবর্তী। এ দিন শ্রী মিতু চক্রবর্তী কে নমিনেশন জমা করার সময় শুভেচ্ছা বিনিময় করেন সৌরভ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী শ্রী মিতু চক্রবর্তী বলেন “জেতার ব্যপারে আমি ১০০ শতাংশ আশাবাদী। দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারন মানুষজন ও আমার পাশেই আছি। অপর দিকে শ্রী মিতু চক্রবর্তী  বিপরিতে দাড়িয়েছেন বিজেপির শ্রী আবির দাস। আবির দাস বলেন মিতু চক্রবর্তী খুব বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষ হিসেবেও ভালো। আমি মিতু চক্রবর্তীকে দাদা হিসেবে দেখি। খুব ভালো লাগছে। তিনি আরো বলেন তবে মানুষ জনতা পার্টিকে চাইছে। অবশ্যই ফলাফল ভালো হবে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!