বক্সায় আবার হাতি হানা, এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বক্সা, ৯ই জুলাই, ২০২১: অলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এর নিমাতি রেঞ্জের ওয়েস্ট পারো বিটের ভুটিয়া বস্তিতে গতকাল গভীর রাতে হাতির হানায় ভাঙল সদ্য তৈরি করা বসত বাড়ি। ভুটিয়া বস্তির বাসিন্দা কৈলাশ ছেত্রীর মাত্র ছয় সাত মাস আগে তৈরি করা নতুন বাড়ি একটি দাতাল হাতি বক্সার জঙ্গল থেকে বেরিয়ে ভেঙে দেয়। যার সাথে সাথে ঘরে থাকা চাল, আটা খেয়ে সাবাড় করে হাতিটি। এবং বেশ কিছু সুপারি গাছও নষ্ট করে দেয়। সুপারি চাষ করে সবে মাত্র ফলন পেতে শুরু করেছিলেন কৈলাশ, তার মধ্যেই হাতি এসে নষ্ট করে দিলো তার সুপারি গাছ। রাতের বেলা বন দফতর কে বার বার ফোন করে খবর দিলেও, হাতি তাড়াতে আসেনি কেউ, বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক কৈলাশ ছেত্রীর।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)