আলিপুরদুয়ার জেলায় শুরু হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত দুয়ারে ভ্যাক্সিন কর্মসূচি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ৮ই জুন, ২০২১: আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া চা বাগান এলাকা থেকে শুরু হয় দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। এদিন প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে ভ্যাকসিন দেন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মী ও চিকিৎসকরা। এদিনের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ব্লক স্ব্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার সহ স্ব্যাস্থ দপ্তরের কর্মীরা। জেলাশাসক জানান চা বলয়ে প্রথম এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু হল। ব্লক প্রশাসনের কর্মী ও আধিকারিকরা যেই সমস্ত প্রবীণ নাগরিকদের চিহ্নিত করেছে তাদের ঘরে গিয়ে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হল।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)