ফালাকাটায় পঞ্চায়েত ভোটের আগে সিপিএম ও বিজেপি থেকে ৫১ জন যোগ দিল জাতীয় কংগ্রেসে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৪ঠা জানুয়ারি ২০১৮: আসন্ন পঞ্চায়েত ভোট কে পাখির চোখ করে মাঠে নেমেছে জাতীয় কংগ্রেথ। জাতীয় কংগ্রেসের কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ বাড়িয়ে চলেছেত। এসময় প্রচুর যোগ দিচ্ছে জাতীয় কংগ্রেসে। ফালাকাটা ব্লকের ধনিরামপুর অঞ্চলে বিজেপি, সিপিএম, থেকে ৫১ জন জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বরঞ্জন সরকার, আইএনটিইউসির আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী বিবেক বোস, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবধিকার শাখার সভাপতি শ্রী মৃন্ময় সরকার এবং অন্যান্য নেতৃত্ব।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments