নাগরাকাটায় দীর্ঘ বন্ধ থাকার পর বিনিয়োগকারী নিয়ে বাগান খুলল শ্রমিকরাই

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই নাগরাকাটা ১২ই ফেব্রুয়ারি ২০১৮: বিনিয়োগকারী যোগার করে শ্রমিকরা নিজেরাই খুলে দিল বন্ধ বাগান। প্রায় একবছর থেকে বন্ধ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ক্যারন চা বাগানের শ্রমিকদের মুখে হাসি ফুটল। সোমবার থেকে খুলে গেল চাবাগান। প্রায় এক বছর হতে চলা বাগানটিকে খুলতে বার বার প্রশাসনের কাছে আবেদন করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত নিজেরাই বিনিয়গকারি খুজে এনে এদিন থেকে বাগান খুলে দেয়। যদিও বিনিয়গকারি খুজে এনে দেওয়ার সহযোগিতা করে স্থানীয় তৃনমুল নেতৃত্ব। সব মিলিয়ে এদিন থেকে চাবাগানটি খুলে যাওয়ায় খুশি শ্রমিকেরা। ২০১৭ সালের ১৪ মার্চ শ্রমিকদের বকেয়া মেটাতে না পেরে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ।বকেয়া না দিয়ে বাগান বন্ধ করে মালিক পক্ষ চলে যাওয়ায় বিপাকে পড়ে যায় বাগানের ৭১৪ জন শ্রমিক। বাগানের শ্রমিক পরিবারগুলোকে গ্রাস করতে শুরু করে অর্ধাহার, অনাহার। এমনকী বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। বেহাল পরিস্থিতির দিকে হাটতে শুরু করে বাগানের পরিকাঠামো। বেহাল দশায় পরিনত হয় বাগানের স্বাস্থ্য পরিষেবা। শুধু তাইতাই নয় অনিশ্চয়তার আকাশ ভেঙ্গে পড়ে শ্রমিক পরিবারের পড়ুয়াদের উপর। স্কুলে যাবার গাড়ি না থাকার ফলে স্কুলে যাবার আশা অনেক পড়ুয়াই ছেড়ে দিয়ে এখন ঘরে। এছাড়াও বাগানের বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সহ নানা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে শ্রমিকেরা। বাগানের শ্রমিক আশা বিশ্বকর্মা বলেন, মালিক আমাদের অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিল। এক বছর হতে চলা এই বন্ধ অবস্থায় মালিক পক্ষ একবারের জন্য খোজ নিতে আসেনি। তাই আমরা নিজেরাই বাগান খোলার উদ্যোগ নিয়েছি। আমরা চাই বাগান আরো ভালো ভাবে চলুক।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!