ধুপগুড়ীতে ট্রেন থেকে নেমে দিকভ্রান্ত অসমের যাত্রী

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১২ই ফেব্রুয়ারি ২০১৮: ট্রেন থেকে নেমে দিকভ্রান্ত অসমের যাত্রী। রেল লাইনের ধার থেকে উদ্ধার আর.পি.এফর হাতে। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী রেলওয়ে স্টেশনে রবিবার ভোরে। এই ব্যক্তির নাম সতীশ বর্মন। তিনি অসমের গুয়াহাটি লাগোয়া নলবাড়ি এলাকার বাসিন্দা। এদিন ভোররাতে আর.পি.এফ কর্মীরা টহলদারির সময় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন এই ব্যক্তিকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধুপগুড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এই ব্যক্তি কথা বলতে শুরু করেন। তবে প্রথম দিকে ভাষাগত সমস্যার জন্য বিষয়টি নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আমাদের প্রতিনিধির মাধ্যমে অসমীয়া ভাষায় কথা বলে সতীশ বর্মনের থেকে জানা যায় বেশ কয়েকজন মিলে তারা গুয়াহাটি অমরনাথ এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। ধুপগুড়ী স্টেশনে রাত প্রায় ১টা নাগাদ নামেন এবং সেখান থেকে প্ল্যাটফর্মের বাইরে আসেন কিছু জিনিস কিনতে। এই সময়ের মধ্যে ট্রেনটি ছেড়ে চলে যায়। এরপর দিকভ্রান্ত হয়ে পড়েন তিনি। আর.পি.এফ কর্মীদের অনুমান ট্রেন ছেড়ে চলে যাওয়ায় উপায় খুজে না পেয়ে তিনি হয়তো রেল লাইন ধরে হাটতে শুরু করে দেন। বয়স্কজনিত কারনে বেশী দূরে যেতে না পেরে পড়ে যান। টহলদারিতে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখে জানিয়েছেন শরীরে কোনো আঘাত নেই। তবে হয়তো জলে ভিজে কাপুনি দেখা দিয়েছিল। সোমবার সকাল থেকে এই ব্যক্তির সঙ্গে ধুপগুড়ী হাসপাতালে একজন আর.পি.এফ কর্মী নজরদারিতে রয়েছেন এবং তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আর.পি.এফ।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!