ফালাকাটায় রেড ভলেন্টিয়ার্সের কাজে খুশি হয়ে সাহজ্য করল তৃনমূলের পঞ্চায়েত সদস্য
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৫ই জুন, ২০২১: ফালাকাটা রেড ভলেন্টিয়ার্স দের কাজে খুশি হয়ে তাদের উৎসাহিত করতে এক মাসের স্যালারি দান করলেন ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শ্রী অভিজিত রায় সনাতন। সনাতন পেশায় ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। প্রতি মাসে তিনি মাইনা পান ১১৬৭৩ টাকা। তার পুরাটাই তুলে দিলেন ফালাকাটা রেড ভলেন্টিয়ার্স দের হাতে।
এই উপলক্ষে শ্রী অভিজিত রায় সনাতন বলেন, ফালাকাটা রেড ভলেন্টিয়ার্স এর সকল সদস্যই আমার ছাত্র। ছাত্র শিক্ষক সম্পর্ক নিবিড়, সেখানে রাজনীতি আসেনা ।আমার এই ছাত্ররা রাজনীতির ভেদাভেদ ভুলে করোনা আক্রান্তদের যে ভাবে সেবা করে আসছে। তাদের সেই কাজে উৎসাহ বাড়াতে আমার ক্ষুদ্র প্রয়াস। আমি নিজেও সারা বছর ভিক্ষা জীবিদের খাবার দেওয়া থেকে শুরু করে এলাকার দুস্থদের খাবার ও প্রয়জনীয় শরমজাম দিয়ে থাকি।আজকেই এই দানকে রাজনীতি না দেখে ছাত্র শিক্ষক সম্পর্ক ও তাদের ভালো কাজে উৎসাহ দেওয়া এটা আমাদের কর্তব্য।আর ভালো কে ভালো বলা সকল শুনাগরিকের কর্তব্য।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)