বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে রুপা জয় করে এবার শিলিগুড়ির শিবমন্দির গর্ব রোহিত

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৪শে মার্চ ২০১৮: কয়েকদিন আগে এক অন্যন্য নজির গড়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকার ছোট্ট রোহিত। গত সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪২ কেজি ক্যাটেগড়িতে ভারতের জন্যে রৌপ্য পদক জিতে নেয় শিলিগুড়ির শিবমন্দিরের রোহিত রায়। ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে রোহিত হারায় নিউজিল্যান্ডের পদক প্রার্থীকে। এই পদক জয়ে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দারা খুব খুশি। এলাকার শ্যামল দত্ত টি.এন.আই কে জানান “এই পদক জয় রোহিত শিবমন্দিরের নাম উজ্জল করলো। আমার খুব ভাল লাগছে, ভগবান ওকে ভারতের হয়ে আরও অনেক পদক আনার সুযোগ যেন দেয়”। উল্লেখ্য, এই বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ব্যাংকক জাতীয় স্টেডিয়ামে যেখানে আরও ৫৫টি দেখ অংশ গ্রহণ করে। রোহিত আলফান্সো স্কুলের ছাত্র, স্কুলের সহপাঠীরাও রোহিতের সাফল্যে দারুন খুশি। উচ্ছসিত হ্যেছেন তার কোচ শ্রী বিশ্বজিৎ রায়ও। হবে নাই বা কেন তার ছাত্র কে করে দেখিয়েছে সারা বিশ্বকে। ২দিন আগেই রোহিত শিলিগুড়ি ফিরে এল। এসেই তাকে উষ্ণ অভ্যর্থনায় বরন করে নিল এলাকাবাসী।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!