করোনা কালেও শালবাড়িতে রাতভর চলল চড়ক পুজা

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই মার্চ, ২০২১: শিলিগুড়ির অদুরে শালবাড়িতে গতকাল রাত থেকে আজ সকাল অর্থাৎ সারা রাত ধরে চড়ক পুজা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিল প্রচুর মানুষ। তবে উঠছে প্রশ্ন এই করোনা কালে এত মানুষের ভিড়ে কি করোনা সংক্রমণ বাড়বে না? যদিও এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি সেখানে উপস্থিত মানুষ জন। তবে পূজা উদ্যোক্তারা জানান তারা এই পুজো গত ৭০ বছর ধরে চলে এসেছে। তবে গত বছর এই পুজা লকডাউনের জন্যে এই পুজা হয়নি। এই বছরও এই পুজার জন্যে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ ইলেকশনের জন্য প্রাইমারি স্কুলের মাঠ পাওয়া যায়নি। তাই একটি ফাঁকা জমিতেই এই পুজা এবার অনুষ্ঠিত হয়।

ছবি ও ভিডিও: প্রনব দাস (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!