ফালাকাটায় করোনা নিয়ে আলোচনা করল ব্লক প্রশাসন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই মার্চ, ২০২১: ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে ফালাকাটা কমিউনিটি হলে করোনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক প্রশাসন ফালাকাটা সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান সংগঠনের প্রতিনিধি। ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর ফালাকাটা পুলিশ প্রশাসন এবং ফালাকাটা দমকল বাহিনী। ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার জানান এ বছর আর সেরকম ভাবে একসাথে লকডাউন বা কনটেইনমেন্ট জোন করা কোন নির্দেশ আসেনি তবে যে বাড়িতে করণা রোগী থাকবে তার চারপাশের দুটি করে বাড়িকে কনটেইনমেন্ট জোন হিসেবে ধরা হবে এবং এ বছর গত বারের মতো কোনো বাঁশ দিয়ে ব্যারিকেড করা হবে না। ঘরে থেকে কনটেইনমেন্ট জোন থেকে এবং আইসোলেশন এ থাকার জন্য ফালাকাটা ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের থেকে তাদেরকে অনুরোধ জানানো হবে এবং সকলে যাতে এই নিয়মগুলো মেনে চলে সেই দিক থেকে ফালাকাটা সকল ক্লাব সংগঠন গুলকে আবেদন জানিয়েছে ফালাকাটা ব্লক প্রশাসন। ফালাকাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয় ফালাকাটা গ্রামীণ হাসপাতাল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ফালাকাটার জটেস্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে সরকারিভাবে করণা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি কিন্তু বর্তমানে ভ্যাকসিনের সরবরাহ না থাকার জন্য দু-একদিনের মধ্যেই সমস্ত হাসপাতালগুলিতে এগুলো চলে আসবে তারপর থেকেই ৪৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের এই করোনা ভ্যাকসিন টিকাকরণ কর্মসূচি শুরু হবে। কিন্তু যারা আগে থেকে একটি নিয়েছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই করোনা ভ্যাকসিন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!