দার্জিলিং চিরিয়াখানায় জন্ম নিল আরো তিনটি তুষার চিতা শাবক
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৩ই মার্চ, ২০২১: আজ এক মন খুশি করা খবরে দার্জিলিং শহর উদ্বেলিত হল। এমনিতেই গত দুই মাস ধরে রাজনৈতিক টানাপড়েনে এই শৈল শহরের পারদ অনেক দূর চড়েছে। তবে সকালেই দার্জিলিং চিরিয়াখানা অর্থাৎ পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক থেকে জানা গেল যে একটি তুষার চিতার তিনটি শাবক জন্ম দিয়েছে। এই খবরটি জানায় পদ্মাজা নাইডু জুলজিকাল পার্কের অধিকর্তা শ্রী ধর্মদেও রাই সংবাদ মাধ্যম কে জানান। তুষার চিতার শাবকদের মার নাম ‘জিমা’ এবং বাবার নাম ‘নামকা’। শ্রী রাই আরও জানান যে শাবক তিনটেই ভাল রয়েছে। এবং এদের জন্ম হয়েছে এই পার্কের প্রজনন কেন্দ্রে। এই নিয়ে তুষার চিতার সংখ্যা ১২তে এসে দাঁড়াল। এই তুষার চিতার প্রজনন হয়েছে একটি প্রজেক্ট এর মাধ্যমে যার নাম ‘লেওপার্ড কঞ্জারবেশন ব্রিডিং প্রজেক্ট’। শ্রী রাই জানান যে এরপর এই চিতা গুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যাবস্থাও করা হবে ধিরে ধিরে।
ছবি: সংবাদচিত্র