পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় গ্রেপ্তার হল জন বার্লার আপ্তসহায়ক
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৪ঠা জুন, ২০২১: বিজেপি নেতা তথা আলিপুরদুয়ারের সাংসদের আপ্তসহায়ককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বানারহাটে। করোনার জেরে চলা বিধিনিষেধ অমান্য করা, পুলিশের কাজে বাঁধা দেওয়া সহ বেশ কিছু অভিযোগে সঞ্জয় চৌধুরীকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে৷ বিগত ৩১শে মে বানারহাটের চামুর্চী মোড়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংসদ জন বার্লার আপ্তসহায়ক শ্রী সঞ্জয় চৌধুরী। তিনি নিজের ফেসবুক পেজে তা সম্প্রচার করেন। স্থানীয় বিজিপি কর্মীরা মনে করছেন সেই ঘটনার সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার দুপুরে বানারহাট থানায় ছুটে আসেন আলিপুরদুয়ার এর সাংসদ শ্রী জন বার্লা। বিকেলে নাগরাকাটার বিধায়ক শ্রী পুনা ভেঙরা, আলিপুরদুয়ার এর বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল, ফালাকাটার বিধায়ক শ্রী দীপক বর্মণ, তুফানগঞ্জের বিধায়ক শ্রীমতী মালতি রাভা, কালচিনির বিধায়ক শ্রী বিশাল লামা সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা থানায় আসেন। দীর্ঘক্ষন অপেক্ষা করার পরও যদিও তাদের খালি হাতেই ফিরতে হয়।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)