আত্নসম্মান বজায় রাখতেই একাই সিপিআইএম ছাড়লাম – ডঃ শঙ্কর ঘোষ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১০ই মার্চ, ২০২১: অবশেষে পার্টি ছাড়লেন দীর্ঘদিনের সিপিআইএমের যুব নেতা এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর ডঃ শঙ্কর ঘোষ। আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কথা আজ তার বাড়িতে সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি নিজেই। যদিও গতকাল থেকেই তার পদত্যাগ পত্রের একটা কপি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আজকের সাংবাদিক বৈঠকে মূলত জানালেন যে তার সাংগঠনিকভাবে একঘরে করে দেওয়ার জন্যেই তিনি খুব আহত হন বারেবারে এই কারনেই তিনি আজ পদত্যাগ করেন। তিনি আরও জানান যে পার্টির থেকে শিলিগুড়ি সিপিআইএমের সাংগঠনিক বিশিষ্ট নেতৃত্ব তার বাড়িতে এসেছিলেন তার সিদ্ধান্ত বদলের জন্যে, কিন্তু তাদেরকে তার নিজের সিদ্ধান্তে অনড় থেকে ফিরিয়ে দিতে বাধ্য হন এর কারণ একটাই – ইদানীং ভিন্ন মত শোনা্র মত পার্টীতে কোন জায়গা ছিল না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার শারীরিক ভাষায় পরিষ্কার ছিল তিনি বেশ চাপে রয়েছেন। তবে তিনি আরও বলেন যে ছাত্র যুবদের সংগঠনে যাতে অন্য কোন ভাবে এমন পরিস্থিতি না হয় তার জন্যেও তার সেই সিদ্ধান্ত। সাংবাদিকরা কোন দল জয়েন করছেন কিনা জানতে চাওয়াতে তিনি বলেন এখনো এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। জল্পনা বাড়িয়ে তিনি জানান যে খুব তাড়াতাড়ি তিনি জানিয়ে দেবেন যে তিনি কোন দলে যোগ দিচ্ছেন। যদিও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে ডঃ ঘোষ এড়িয়ে যান। এর থেকেই বাড়লো প্রবল জল্পনা।
ছবি: সংবাদচিত্র